বেলেঘাটায় ‘উৎসব–২০২৬’, এমপি কাপ ফাইনালের সঙ্গে একগুচ্ছ সামাজিক কর্মসূচি।

বেলেঘাটা, নিজস্ব সংবাদদাতা:- উৎসব -২০২৬। একগুচ্ছ সামাজিক কর্মসূচী নিয়ে উৎসব -২০২৬ হয়ে গেল। এমপি কাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল বেলেঘাটায় গান্ধীমাঠে। ১৫ থেকে ১৭ জানুয়ারি দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতায় শনিবার ছিল ফাইনাল খেলা। পরিচালনায় বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল। এই সামাজিক উৎসবে সমাজের পিছিয়ে পরা ২০০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা, ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ১০০ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা। ওয়ার্ডের BLA ২ দের সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী রাজু নস্কর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছিলেন সাংসদ জুন মালিয়া, রাজ্য সভার সাংসদ তথা রাজ্য INTTUC এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, পুরপিতা শান্তি রঞ্জন কুন্ডু,স্থানীয় পুরমাতা আলোকানন্দা দাস, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অলোক দাস, স্বরাজ নস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের ফাইনাল দুইদলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয় টান টান উত্তেজনার মধ্য দিয়ে। বিজয়ী দলের জন্য সুদৃশ্য ট্রফি ও নগদ এক লক্ষ টাকা পুরস্কার এবং বিজিত দলের জন্য ছিল নগদ ৭৫ হাজার টাকা পুরস্কার ও সুদৃশ্য ট্রফি। পাশাপাশি প্রায় ২০০০ মানুষের মধ্যে কম্বল উপহার হিসেবে তুলে দেওয়া হয়। রাজু নস্কর এখানে উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *