মাত্র এক মাসেই হৃদরোগে আক্রান্ত শিশু, চিকিৎসা খরচ জোগাড়ে অসহায় পরিবার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র এক মাস বয়সেই হৃদয়ে ফুটো ধরা পড়েছে এক নিষ্পাপ শিশুর। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে পরিবারের পক্ষে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম দুশ্চিন্তায় দিন কাটছে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কচিপাতা এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের পরিবারের। জানা গিয়েছে, সংগ্রাম সরকার পেশায় একজন কাপড়ের দোকানের কর্মী। সামান্য আয়ে কোনও রকমে সংসার চালালেও শিশুর জন্মের পর এমন জটিল রোগ ধরা পড়ায় ভেঙে পড়েছেন তিনি ও তাঁর পরিবার। চিকিৎসকদের মতে, শিশুটির হৃদয়ে অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা এই পরিবারের সাধ্যের বাইরে। এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে জটেশ্বরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন পূরণ স্কিল রাইজ ফাউন্ডেশন’। শনিবার সংগঠনের সদস্যরা ওই পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের কর্তারা। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগে কিছুটা হলেও আশার আলো দেখছে পরিবারটি। ওই শিশুর সুস্থতার জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন পরিবারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *