
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পর্যন্ত সময়কে সামনে রেখে সারা দেশ জুড়ে স্বদেশী ভাবনার বার্তা ছড়িয়ে দিতে শুরু হয় ‘স্বদেশী দৌড়’। স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে এই কর্মসূচির কলকাতা পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হল শুক্রবার।
২৩ জানুয়ারি সকালে কলকাতার বিনোদিনী (স্টার) থিয়েটার থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত আয়োজিত হয় স্বদেশী দৌড় ও পদযাত্রা। স্বদেশী জাগরণ মঞ্চের সংগঠক শুভজিৎ দত্তগুপ্ত, স্বস্তিক শর্মা-সহ অন্যান্যদের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দৌড়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশে অবস্থিত ঐতিহ্যবাহী নেতাজি জন্মদিবসের মঞ্চে, যেখানে বিগত পঞ্চান্ন বছর ধরে উত্তর কলকাতা নেতাজি জন্ম উৎসব কমিটির উদ্যোগে জন্মদিনের অনুষ্ঠান হয়ে আসছে।
পদযাত্রায় অংশগ্রহণকারী সকলকে উদ্যোক্তাদের পক্ষ থেকে ‘নেতাজি সম্মাননা’ প্রদান করা হয়। এই কর্মসূচির অন্যতম সহযোগী সংগঠন ছিল ‘উই আর দ্য কমন পিপুল’। এর আগেও বিভিন্ন স্বদেশী দৌড় আয়োজনে এই সংগঠন সক্রিয় ভূমিকা নিয়েছে।
সংগঠকদের বক্তব্য, নতুন প্রজন্মের মধ্যে স্বনির্ভরতার চেতনা জাগিয়ে তোলা এবং স্বদেশী দ্রব্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সরস্বতী পুজো থাকা সত্ত্বেও ২৩ জানুয়ারির দৌড়ে যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রথমে ২৩ জানুয়ারিতেই এই কর্মসূচির সমাপ্তি ঘোষণার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ২৬ জানুয়ারি কলকাতার বাগবাজারে নিবেদিতা উদ্যানে আরও একটি স্বদেশী দৌড়ের আয়োজন করেছে স্বদেশী জাগরণ মঞ্চ।












Leave a Reply