
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মেরা যুবা ভারত এর পক্ষ থেকে বালুরঘাটের সবজি এটিএম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বালুরঘাট জটালি মোড় এলাকা থেকে শুরু হয়ে সারা বালুরঘাট প্রদক্ষিণ করে জটালি এলাকায় এসে শেষ হয়। এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় আজ আমরা সবজি এটিএম এর পক্ষ থেকে জাতীয় ভোটার দিবস পালন করলাম। সেই উপলক্ষে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছিলাম আমরা। প্রায় দু কিলোমিটার জুড়ে এই মিছিল আয়োজিত হয়। আমাদের এই মিছিলে মূলত তরুণ প্রজন্মের ভোটার রাই নেতৃত্ব দান করেন।












Leave a Reply