
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে ২৫শে জানুয়ারী রবিবার সকালে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে “মেরা যুবা ভারত” (মাই ভারত) – দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবস্থাপনায় এবং সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানটি জটালি মোড়ে অনুষ্ঠিত হয়।
জটালী মোড় থেকে বেলতলা পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়, এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ ভোটারদের সংবর্ধনা দেওয়া হয়। নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস জানান, “জাতীয় ভোটার দিবসের এবারের থিম ছিল ‘মাই ইন্ডিয়া, মাই ভোট’। পাশাপাশি ট্যাগলাইন ছিলো ‘ইন্ডিয়ান সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্র্যাসি’। নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার এই প্রচেষ্টা নিঃসন্দেহ এক অভিনন্দনযোগ্য প্রয়াস।”
মাই ভারত দক্ষিণ দিনাজপুরের রাজেন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত সকলকে ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য শপথ গ্রহণ করানো হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রেরণা পেয়েছে।












Leave a Reply