
দেবাশীষ পাল,, মালদা— তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তনের জন্য কংগ্রেস নেত্রী মৌসম নূরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে শনিবার স্বাগতম ও অভিনন্দন সভা করল হবিবপুর ব্লক কংগ্রেস। আর এই সভা মঞ্চ থেকেই এসআইআর ইস্যুতে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন জেলা কংগ্রেস নেতৃত্ব। এস.আই আর হয়রানি বন্ধের দাবীতে ডি.এম অফিস ঘেরাও অভিযানের ডাক দিলেন আগামী ২৯শে জানুয়ারি। এদিন হবিবপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মৌসম নূরকে স্বাগত জানাতে স্বাগতম ও অভিনন্দন সভা আয়োজন করা হয় আইহো স্ট্যান্ডে। সভায় হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেত্রী মৌসম নূর, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক সাহা সহ একাধিক জেলা ও ব্লক কংগ্রেস নেতৃত্ব। সভার শুরুতেই ব্লকের কংগ্রেস নেতাকর্মীরা মিলে কংগ্রেসে ঘর ওয়াপসির জন্য মৌসম নূরকে স্বাগত জানান। স্বাগতম পর্ব শেষ হতেই মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন জেলা কংগ্রেস নেতৃত্ব। তারা তাদের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এস আই আর ইস্যুতে সরব হন। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ান।












Leave a Reply