নাইট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাইট ফিউচার ও আল ওয়াহিদ মিশন স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নাইট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাইট ফিউচার আইডিয়াল ও আল ওয়াহিদ মিশন স্কুলের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নাইট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ব্রাইট ফিউচার আইডিয়াল ও আল ওয়াহিদ মিশন স্কুলের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে স্কুলের পতাকা উত্তোলন ও মাঠ পরিক্রমার ও সাংস্কৃতিক মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।
দিনভর বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাইট ফিউচার আইডিয়াল মিশনের সম্পাদক নাসের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে
সরফরাজ আলী, সফিউদ্দীন আহমেদ, মাসুদ আলম, হুমায়ন কবির, আরমিনা খাতুন সহ আরও অনেকে।
সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *