
দেবাশীষ পাল, মালদা :- মানিকচক থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওষুধের দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ কাফ সিরাপের বেআইনি ব্যবসা। বিশেষ সূত্র মারফত এই খবর জানতে পেরেই ওই ওষুধের দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল।মালদার মানিকচক থানার পুলিশ। শনিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হল মানিকচক সদর এলাকায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক আব্দুল রাকিবকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাকিব কালিয়াচকের বাসীন্দা হলেও, তিনি গত কয়েক বছর মানিকচকে ওষুধের দোকান চালাচ্ছিলেন। কিন্তু সেই ওষুধের দোকানের আড়ালে তিনি গোপনে নিষিদ্ধ কাফ সিরাপের বেআইনি ব্যবসা ফেঁদে বসেছিলেন। যা জানতে পেরেই মানিকচক থানার পুলিশ সেই দোকানে হানা দিয়ে ১১৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। এরপর পুলিশ মানিকচকের বিডিওর উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করে দোকানটি সিল করে দেয় এবং দোকান মালিক আব্দুল রাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে খবর।












Leave a Reply