এসআইআর ও ১০০ দিনের কাজ নিয়ে ক্ষোভ, গাজোলে বিক্ষোভ সভা ও বিডিও অফিস ঘেরাও কংগ্রেসের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এস আই আর, নির্বাচন কমিশনের দ্বারা মানুষের হয়রানির প্রতিবাদ, একশো দিনের কাজে নাম বদলের প্রতিবাদ, গাজোলে পৌরসভার সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে গাজোলে প্রতিবাদ সভা ও বিডিও অফিস ঘেরাও কর্মসূচি করল ব্লক কংগ্রেস। বুধবার এমনিই কর্মসূচিতে ব্যাপক ভিড় উপচে পড়ে। তাঁরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগরে দেন। উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী তথা উত্তর মালদহের প্রাক্তন সাংসদ মৌসম নূর, গাজোল ব্লক কংগ্রেস সভাপতি প্রেম চৌধুরি সহ অন্যান্যরা । এদিনের বিক্ষোভ কর্মসূচি শুরুর প্রাক্কালে প্রথমে গাজোল ব্লক কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসে প্রত্যাবর্তনের জন্য মৌসম নূরকে সংবর্ধনা জানান। এরপর শুরু হয় গাজোল বিদ্রোহী মোডে এক প্রতিবাদ সভা। সেখানে অনেকে বক্তব্য রাখেন।এরপর গাজোল বিরাট পদযাত্রা হয়। তারপর বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নেন কর্মীরা এদিন তারা কয়েক দফা দাবি নিয়ে বিডিও অফিসে যান।সেখানে গিয়ে বিডিওর কাছে কযেক দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে থাকেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *