শ্রাবণ মাসের শেষ সোমবার এক অন্য ছবির সাক্ষী থাকলো বাঁকুড়া।

আবদুল হাই, বাঁকুড়াঃ শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণা থেকে জল নিয়ে এসে শ্রাবণ মাসের প্রতি সোমবার জেলার বিভিন্ন শিব মন্দিরে শিব ভক্তদের জল ঢালার প্রথা দীর্ঘদিনের। অন্যদিকে রামভক্ত হিসেবেই পরিচিতি রয়েছে পবন পুত্র হনুমানের। এবার শ্রাবণ মাসের শেষ সোমবারে এক অন্য ছবির সাক্ষী থাকলো শহর বাঁকুড়া। শহরের গোবিন্দ নগর বাসস্ট্যাণ্ডের কাছে কালী মন্দির রয়েছে। আর সেই নির্মীয়মান কালী মন্দিরের দেওয়ালে টাঙ্গানো রয়েছে দেবাদিদেব মহাদেবের বিশালাকার এক ছবি। আর এদিন সেই ছবির পাদতলে দীর্ঘক্ষণ বসে রইল একটি হনুমান। হঠাৎ করে দেখলে মনে হবে যেন শিবের সামনে ধ্যানে মগ্ন তাঁর পরম এক ভক্ত। আর মাঝে মাঝেই সেই ছবিতে পরম ভক্তিভরে মাথা ঠেকাতেও দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *