নিজস্ব সংবাদদাতা, মালদা-দীর্ঘ প্রতীক্ষার পরে মানিকচকে ভিন্ন ভিন্ন জায়গায় তিনটি কাজের আনুষ্ঠানিক শিল্যান্যাস করলেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকার সাবিত্রী মিত্র। মানিকচক ঘাট মানিকচক গ্রামীন হাসপাতাল ও মানিকচক থানায় সবমিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা কাজ করা হবে তারই আনুষ্ঠানিক শিল্যান্যাস করা হয়।এদিন তিনটি কাজের আনুষ্ঠানিক শিল্যান্যাস করেন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতির মধ্য দিয়ে বিধায়িকা সাবিত্রী মিত্র।প্রথম কাজটি মানিকচকের আন্তঃরাজ্য ঘাটে করা হবে। জেলা পরিষদের বরাদ্দ অর্থে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যায়ে ঘাটে নির্মাণ করা হবে পুরুষ মহিলাদের জন্য উন্নত পর্যায়ের কমিউনিটি টয়লেট। ফিতে কেটে এই কাজের আনুষ্ঠানিক শিল্যান্যাস করেন বিধায়িকা। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, অনিচ্ছুক এর বিশিষ্ট সমাজসেবী সমদ্বীপ সরকার,শহিদুল হক, ইমরান হাসান সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান সহ সরকারি আধিকারিকরা।দ্বিতীয় কাজটি মানিকচক গ্রামীণ হাসপাতালে একইভাবে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যায়ে রোগী ও তার পরিবারবর্গের জন্য কমিউনিটি টয়লেটের কাজের শিল্যান্যাস করা হয়। জেলাপরিষদের বরাদ্দ অর্থে এই কাজটি করা হবে।ফিতে কেটে কাজের শিল্যান্যাস করে বিধায়িকা সাবিত্রী মিত্র। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শংকর কুমার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা।অন্যদিকে তৃতীয় কাজটি মানিকচক থানায় শিল্যান্যাস করা হয়। বিধায়ক তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে মানিকচক থানায় মহিলা পুলিশ কর্মীদের জন্য মহিলা ব্যারাক নির্মাণ করা হবে আর সেই কাজের আনুষ্ঠানিক শিল্যান্যাস করা হয় বিধায় তাছাড়া উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার সহ মানিকচক থানার অন্যান্য পুলিশ কর্মীরা। এই তিনটি কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষ পরিষেবা পাবে বলে জানান বিধায়ক সাবিত্রী মিত্র
দীর্ঘ প্রতীক্ষার পরে মানিকচকে ভিন্ন ভিন্ন জায়গায় তিনটি কাজের আনুষ্ঠানিক শিল্যান্যাস করলেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকার সাবিত্রী মিত্র।

Leave a Reply