পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যেক মাসের প্রথম দিনের মত ১লা সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার “পুলিশ দিবসের” দিনে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান AB মার্কেটে গ্রামীণ চিকিৎসক কমরুদ্দিনের উদ্যোগে বিনামূল্যের রক্তের সুগার পরীক্ষা করার ক্যাম্পের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই দিন প্রায় ৮৪ জন সাধারণ মানুষ তাদের রক্তের সুগার পরীক্ষা করান, তবে গ্রামীণ চিকিৎসকের এই কর্মকান্ডতে আপ্লুত এলাকার সাধারণ মানুষ।
পুলিশ দিবসের দিনে কেশপুরের মুগবসানের AB মার্কেটে বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করার ক্যাম্পের আয়োজন।

Leave a Reply