নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জলপাইগুড়ি জেলা শাসকের করণ লাগোয়া খরিয়া পঞ্চায়েতের অন্তর্গত এক জনবসতির নাম সারদা পল্লী।
মূলত কৃষি জীবীদের বসবাস এই পাড়ায়, তিস্তা নদীর উর্বর চর যোগায় জীবনজীবিকার রসদ।
তবে উৎপন্ন কৃষিজাত সামগ্রী বাজারে নিয়ে যাওয়া সহ সাধারণ পথ চলা বড়োই দুর্ভোগের। তিস্তা নদীর বাঁধের ওপর দিয়ে পথ, যা কি বর্ষার দাপটে ক্ষতবিক্ষত।
আর এতেই সমস্যায় পরতে হচ্ছে, এলাকার বাসিন্ধা লক্ষী সরকারের মতো এই পথে যাতায়াতকারী দের,
রাস্তার অবস্থা নিয়ে লক্ষী সরকার বলেন, কেউ কিছুই করে না, অনেক কষ্টে যাতায়াত করতে হয়।
অপরদিকে এলাকার আরেক বাসিন্দা গোপাল সরকারের গলায় আক্ষেপের শুরু,, তিনি জানান মাঝে মধ্যে অল্প বালি পাথর দিয়ে রাস্তার ক্ষত গুলোকে ঢেকে দেওয়া হয়, কিছুদিন পরেই আবার যে কে সেই অবস্থা।
বেহাল রাস্তা দুর্ভোগের শেষ নেই তিস্তা পাড়ের লক্ষী গোপালদের।












Leave a Reply