মোষের গুতোয় প্রাণ গেল মহেশপুরের বাসিন্দা ৫১ বছর বয়সী নিমাই ঘোষের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গৃহপালিত পশু বেশিরভাগ মানুষেরই প্রিয়। বিশেষত গ্রামে গঞ্জে দেখা যায় একাধিক গৃহপালিত পশু পালন করতে। গৃহপালিত পশুদের মধ্যে মূলত গরু, ছাগল, মোষ, ভেড়া ইত্যাদি পালন করা হয়। গরু মোষের দুধ গোবর ইত্যাদি বিক্রি করে পশুর মালিক মুনাফা অর্জন করে থাকেন। তবে সব সময় যে গৃহপালিত পশুর দ্বারা আমাদের উপকারী হয় তা এমন নয় কিছু ব্যতিক্রম ঘটনাও লক্ষ্য করা যায়। ঠিক এমনই এক নিদর্শন দেখা গেল নদীয়ার কৃষ্ণগঞ্জ মহেশপুরে।

মোষের গুতোয় প্রাণ গেল মহেশপুরের বাসিন্দা ৫১ বছর বয়সী নিমাই ঘোষের। সূত্রের খবর পেশায় কৃষক নিমাই ঘোষ এ দিন তার ছেলে ও আরও একজন ব্যক্তিকে নিয়ে মাঠে যায় পাটকাটি তুলতে। তাদের পাশ দিয়েই এক মালিক তার মোষ কে নিয়ে যাচ্ছিলেন মাঠে চরানোর জন্য। আচমকাই সেই মস্তি ছুটে এসে তাড়া করে নিমাইবাবু এবং তার সাথে থাকা আরও দুইজনকে। প্রথমে নিমাই বাবুর ছেলেকে আচমকাই আক্রমণ করে ওই মোষটি। নিমাই বাবুর ছেলে ও তার সাথে থাকা আরেক ব্যক্তি কোনরকমে পালিয়ে বাঁচলেও বাঁচতে পারেননি নিমাই ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *