পুঁথিশালা, অভিনব দুর্গাপুজোর থিম করেছে রানাঘাট মাঠের ২এর পল্লী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হঠাৎ করে এই পুজো মণ্ডপটিতে ঢুকলে আপনি দেখতে পাবেন এখানে যাঁদের ছবি আছে,তাঁরা সকলেই আপনার পরিচিত মনীষী।হ্যাঁ এইরকমই দুর্গাপুজোর থিম করেছে রানাঘাট মাঠের ২এর পল্লী। দুর্গাপুজো মন্ডপের থিমের নাম পুঁথিশালা। আক্ষরিক অর্থেই এই নামটি যে কতটা সার্থক রূপ পেয়েছে তা এই পুজো মন্ডপে আসলেই আপনি আপনি বুঝতে পারবেন। আমাদের ছোটবেলা থেকে যে সমস্ত মনীষীদের আদর্শ চিন্তাধারা ও সৃষ্টিকে পাথেয় করে গড়ে উঠেছে আমাদের শিক্ষাজীবন ঠিক তাঁরাই আছেন এই পুঁথিশালায়।রানাঘাটের অন্যতম এই পুজো এবার ৫৫ তম বর্ষে পদার্পণ করল। দুর্গা প্রতিমাও তৈরি করা হয়েছে এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে।

https://youtu.be/SqtA4Ar6P8k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *