আবদুল হাই, বাঁকুড়াঃ এক আদিবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর থানার দেশড়া রামপুর দাসপাড়া এলাকায়। আজ মৃতের পরিবারের লোকজন ওই এলাকার প্রায় দশ বারোটি বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ। আদিবাসী হামলাকারীদের দাবী যে আইনী ভাবে ওই বাড়িগুলিতে মদ বিক্রি হচ্ছিল। সেই মদ খেয়েই যুবকের মৃত্যু হয়েছে। মদ বিক্রির অভিযোগ অস্বীকার করেছে আক্রান্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে গত রবিবার সকালে দেশড়া রামপুর দাসপাড়া এলাকায় সঞ্জয় সোরেন (৩৪) নামে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই যুবকের দেশড়া কাঁটাবাগান গ্রামের বাড়িতে খবর দেয়। দেশড়া রামপুর দাসপাড়ার বেশ কিছু বাড়িতে বে আইনী ভাবে মদ বিক্রি হয়। সেই মদ খেয়েই ওউ যুবকের মৃত্যু হয়েছে এই দাবী তুলে আজ বেশ কিছু আদিবাসী মানুষ হামলা চালায় রামপুর দাসপাড়া এলাকায়। একের পর এক দশ বারোটি বাড়ি ভাঙচুর করা হয়। বাড়িগুলিতে ঢুকে যাবতীয় আসবাব ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। বাড়ির মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে মৃতের পরিবারের দাবী ওই পরিবারগুলি বে আইনী ভাবে দিনের পর দিন মদ বিক্রি করে আসছে। আর সেই মদ খেয়েই সঞ্জয় সোরেনের মৃত্যু হয়েছে। মদ বিক্রির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আক্রান্ত পরিবারগুলি।
Leave a Reply