সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হতে চলেছে বর্ধমান টাউন হলের ঐতিহ্য।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান বংশগোপাল টাউন হল। এই টাউনহল বর্ধমান বাসীর এক গৌরবের স্থান। কিন্তু সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হতে চলেছে বর্ধমান টাউন হলের ঐতিহ্য। এই বর্ধমান টাউনহলে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,স্মরণসভা থেকে শুরু করে নানান অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু বর্ধমান পৌরসভা এই বিষয়ে কোনরূপ নজর দিচ্ছেন না। বর্ধমান টাউন হল কে সৌন্দর্যায়ন করতে হবে এবং নতুনভাবে সাজিয়ে তুলতে হবে
এই টাউন হলকে।একসময় এই বর্ধমান টাউন হলে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু সেই টাউন হল কোথাও দেখা মিলল ফাটল, আবার কোথাও নোংরা অপরিচ্ছন্ন এ পড়ে রয়েছে। বর্ধমানের ঐতিহ্য এই টাউন হলের খবর নেয় না কেউই।
এখন দেখার বিষয় কবে এ বিষয়ে নজর দেয় বর্ধমান পৌর কর্তৃপক্ষ, কবেই বা বর্ধমান টাউন হল কে নতুনভাবে সাজিয়ে তোলা হয় সে বিষয়ে অপেক্ষায় বর্ধমান শহরবাসী।অপরদিকে বর্ধমান জেলার বিজেপি নেতা শ্যামল রায় ফোনে যোগাযোগ করা হলে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেন, এই সরকার ব্যস্ত একসময় তাদের নেত্রী বিধানসভা এবং সংসদে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তাদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়। এই সরকারের পৌরসভার তত্ত্বাবধানে যারা আছেন তারা দুর্নীতিতে ব্যস্ত। কোথায় কোন টোটো রুট করিয়ে বেশি টাকা পাওয়া যাবে। তাই এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *