নিজস্ব সংবাদদাতা, মালদা :- মালদার গাজোলে ২২৭ বছরের জমিদার বাড়ির শ্যামা মায়ের পুজো আজও ঐতিহ্য বহন করে চলেছে । স্থানীয় গাজোল ভিতর বাজার জমিদারের নিজ জমির হাটে তন্ত্র মতে এই পুজো এবারও খুব নিষ্ঠার সহকারে করা হবে। শ্রদ্ধা সহকারে পুজো দেন- ননি ঝাঁ। আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরি করছেন মৃৎ শিল্পী উত্তম চৌধুরী। ঢাকিতে রয়েছেন রাজেন মৃধ্যা ।পুজোর দায়িত্বে রয়েছেন জমিদার বাড়ির সদেস্য অরিন্দম নন্দী চৌধুরী। অরিন্দম বাবু বলেন,দুর্লভ রাম নন্দী চৌধুরী সেস্ট পরিবারে পুজো এটি। তারি আদলে হয়ে আসছে জমিদার বাড়ির শ্রী শ্রী শ্যামা কালী মায়ের এই পুজোতে হাজারেরও বেশী পাঠা বলি দান হয়ে থাকে , এই জমিদার বাড়ির শ্রী শ্রী আদি শ্যামা মায়ের পূজা মালদা জেলা এক নামে খ্যাতিত। দুলর্ভ রামনন্দি চৌধুরী স্টেটের পারিবারিক জমিদারি শ্রী শ্রী আদি শ্যামা কালি মায়ের পূজো অমাবস্যা মধ্য রাত্রিতে হয়েগেলে তার পরে মা কে নিরঞ্জন করেন ওই আদি শ্যামা মায়ের মন্দিরের সংলগ্ন মায়ের মহিমা নামে রয়েছে একটি কালীদি সেই কালি দিঘিতে মাকে সিঁদুর দান মধ্য দিয়ে বরণ করে নিরঞ্জন করেন ।
মালদার গাজোলে ২২৭ বছরের জমিদার বাড়ির শ্যামা মায়ের পুজো আজও ঐতিহ্য বহন করে চলেছে ।

Leave a Reply