পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ভারতের তৃতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মৃত্যুবার্ষিকী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় করা হচ্ছে বিভিন্ন রকম কর্মসূচি। সেই মর্মে আজ বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাট গোবিন্দপুর মুক্তমঞ্চে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রতিবছরই ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ এই রক্তদান শিবিরে দলীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। এছাড়াও রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান মধুছন্দা রায় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এবছর আমরা বৃহৎ আকারে এই রক্তদান কর্মসূচি করছে। সামনেই আগত পঞ্চায়েত ভোট আমরা কর্মীদের বলেছি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ধমান দু’নম্বর ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। সেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য তৈরি হচ্ছে।
ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাট গোবিন্দপুর মুক্তমঞ্চে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।












Leave a Reply