নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের বাগচীর বাগান নীলমণি মার্কেট এর এক ব্যবসায়ী সম্প্রতি কয়েক মাস আগে বেধড়ক মার খায় তোলাবাজি না দেওয়ার কারণে। যা নিয়ে শান্তিপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিবাদে সোচ্চার হয়ে ছিলো। তার রেশ কাটতে না কাটতেই আবারও আজ বিকাল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ, নীলমণি মার্কেটে ঝালাইয়ের দোকান ষাট বছর বয়সী শংকর কর্মকারকে হঠাৎই জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যায় হরে কৃষ্ণ পল্লী নিবাসী প্রদীপ দেব নামে এক মদ্যপ যুবক। এরপর পড়ে থাকা ইট দিয়ে এবং লাথি খুশি মারতে থাকে রাস্তায় ফেলে। প্রতিবেশী দোকানদাররা ছুটে এসে তাকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে লিখিত অভিযোগ করতে যায় ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে।
ওই যুবকের বিরুদ্ধে এর আগেও ব্যবসায়ী সমিতির কাছে নানান রকম অভিযোগ এসেছিলো তোলাবাজির হুমকির কারণে। ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় এভাবে মাঝেমধ্যেই ব্যবসায়ী প্রহৃত হলে তারা গণ্য আন্দোলন করতে বাধ্য হবেন। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছে, তারাও শান্তিপুর থানায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নদীয়ার শান্তিপুরে আবারো আক্রান্ত ব্যবসায়ী, মদ্যপ যুবকের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ শান্তিপুর থানায়।

Leave a Reply