সুদীপ সেন, বাঁকুড়া:- শুরু হয়েছে পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প।
এই ক্যাম্পে নানা প্রকল্পের সাথে নতুন করে সংযোজিত হয়েছে আরো চারটি প্রকল্প।
সেগুলি হলো জমির পাট্টা র জন্য আবেদন, পুরনো বিদ্যুৎ বিল এর বকেয়া মেটানো ও নতুন সংযোগ, কৃষির পরিকাঠামো উন্নয়ন ও মৎস্য জীবীদের দের কার্ড ।
ধারাবাহিক ভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হলেও নুতন এই পরিষেবা গুলির জন্য মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
এই শিবিরে শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, গ্রাম পঞ্চায়েত প্রধান জয়শ্রী চৌধুরী, উপ প্রধান দীনেশ থান্দার সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যা রা এবং ব্লকের ও পঞ্চায়েতের আধিকারিক ও কর্মী গণ উপস্থিত ছিলেন ।
Leave a Reply