হিম্মত থাকলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করুন,আর মানুষের ভোট হলে সিংহভাগ আসনে বিজেপি জয়লাভ করবে মন্তব্য রাহুল সিনহার।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ ‘হিম্মত থাকলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করুন।’ আর ‘মানুষের ভোট’ হলে বাঁকুড়ার সিংহভাগ আসনে বিজেপি জিতবে। শাসক তৃণমৃলকে উদ্দেশ্য করে এমনই বিস্ফোরক দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহল সিনহার। বৃহস্পতিবার জঙ্গল মহল সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। তবে তাঁরা ‘তৃণমূলের বন্দুকের বদলে বন্ধুক’ নিয়ে নামতে পারবেননা। গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে না দেওয়ার ফল লোকসভা ভোটে হাড়ে হাড়ে টের পেয়েছিল শাসক দল বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, রাহুল সিনহা এদিন দলের অবিভক্ত বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত হেমন্ত সিংহবাবুর সিমলাপালের জিরাবাইদ গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াত নেতার প্রতিকৃতিতে মালা দেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

পরে জিরাবাইদ থেকে তিনি পৌঁছে যান ঐ এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত কাটজুড়িয়া গ্রামে। সেখানে দলের নেতা চক্রধর মাহাতোর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এদিন তাঁর সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা।

এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও অন্যান্যদের জন্য মধ্যাহ্ন ভোজনে চক্রধর মাহাতোর পরিবারের তরফে কাঁচা শাল পাতায় ধোঁয়া ওঠা গরম ভাত, সঙ্গে মুগের ডাল, শুক্তা, মাছের কালিয়া, বাঁধা কপির তরকারী, চাটনী, দই, রসগোল্লা আর পাঁপড়ের ব্যবস্থা ছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *