কালো ব্যাজ পরে প্রতিবাদে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গতকাল ২৩ শে নভেম্বর বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের ডাকে বকেয়া ডিএ,শূন্যপদ পূরণ স্থায়ীকরণের দাবিতে বিধানসভা অভিমান হয়।নায্যপাওনার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর হিংস্র আক্রমণ চালায় পুলিশ। এই আক্রমণে ৫০ জনের উপর আহত হন। গতকালের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয় সেইমত আজ বাঁকুড়া জেলার প্রতিটি শিক্ষাঙ্গনে স্কুল ছুটির শেষে প্রতিবাদে সামিল হয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী সহ এমনকি এই সংগঠনের সাথে যুক্ত নন শিক্ষক শিক্ষাকর্মীরা।প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এদিন সোনামুখী বি জে হাইস্কুলে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা শাখার সভাপতি অতনু বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর শাখার সভাপতি মনোরঞ্জন চোংরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *