মোবাইলে টাওয়ার বসানোর নাম করে প্রতারণা, পুলিশের জালে প্রতারক।

0
138

আবদুল হাই,বাঁকুড়াঃ-দীর্ঘদিন ধরেই বাঁকুড়া জেলাতে আর্থিক প্রতারণা চক্রের শিকার হয়েছেন অনেক ব্যক্তি কখনো মোবাইল টাওয়ার বসানোর নাম করে কখনো চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কখনো আবার ভুয়া বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে। এইবার কোন শহর নয় প্রত্যন্ত গ্রামে ফের আর্থিক জালিয়াতির শিকার এক ব্যক্তি। গত কয়েকদিন আগে বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত আশুরালি গ্রামের বাসিন্দা শেখ আব্দুল মতিন নামে এক ব্যক্তি জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই মর্মে যে এক ব্যক্তি মোবাইল টাওয়ার বসানোর নাম করে আর্থিক তছরূপ করে তার সাথে।সাথে সাথেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু করে জয়পুর থানার পুলিশ। অবশেষে গতকাল রাতে জয়পুর সংলগ্ন এরিয়া থেকে কৌশিক বারিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অনেক জিজ্ঞাসাবাদের পরে মোবাইল টাওয়ার বসানোর নাম করে আর্থিক তছরুপের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি স্বীকার করে নেন। আজ অভিযুক্ত ওই ব্যক্তিকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here