নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মায়ের বকুনি জেরে আত্মঘাতী এক নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজন ঘাটে। মৃত ছাত্রের নাম সুজয় হালদার। ছাত্রটি ভাজনঘাট হাই স্কুলের নবম শ্রেণীতে লেখাপড়া করতেন। মাঝেমধ্যেই পড়াশোনা ঠিক ভাবে করতো না। তার কারণে সুজয় হালদারকে মা বকুনি দিয়েছেন বলে জানা গিয়েছে। বকুনি খেয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে জাগিয়েছেন প্রতিবেশীরা। পরিবার সূত্রে জানা গেছে আজ পরীক্ষা ছিল। পড়াশোনা না করায় তার মা তাকে একটু বকুনি দেন। এই অভিমান গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ছাত্রটি। পরে পরিবারের লোকজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে মৃতদে উদ্ধার করে। তারপর তারা মৃতদেহটি নিয়ে যায় কৃষ্ণগঞ্জ হসপিটালে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
মায়ের বকুনি জেরে আত্মঘাতী এক নবম শ্রেণীর ছাত্র।

Leave a Reply