বইমেলাকে সামনে রেখে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – আগামী ১৪ই ডিসেম্বর গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে ২৭তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা।তার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে।বইমেলাকে সামনে রেখে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা।শুক্রবার গঙ্গারামপুর মিলনি ক্লাব প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।যেখানে হাজির ছিলেনজেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার,গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক বিপ্লব খাঁ,জেলা গ্রন্থাগারিক অনুপ মন্ডল,শহর গ্রন্থাগারিক অনিলচন্দ্র বিশ্বাস, ইতিহাস গবেষক ড.সমিত ঘোষ,অধ্যাপক সমিত সাহা,অভিজিত সরকার, সুবোধ দে সহ বিশিষ্টজনেরা।আলোচনা শেষে বইমেলার স্থান হিসেবে নিউ মার্কেট এলাকা পরিদর্শন করলেন বইমেলা কমিটির সদস্যরা। উল্লেখ্য ২০১৮ সালে বইমেলা অনুষ্ঠিত হয় গঙ্গারামপুরে।এরপর বালুরঘাটে অনুষ্ঠিত হয় বইমেলা।দীর্ঘ পাঁচ বছর পর এবারে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে ২৭তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা।বইমেলাতে থাকছে প্রায় ৭০টি স্টল।জেলার ইতিহাস,ঐতিহ্য,লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ সেমিনার।এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ইতিহাস গবেষক ড.সমিত ঘোষ জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *