খারুই- গঠরা সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারুই- গঠরা সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছে।এই সমবায়ে মোট আসন ৪৩টি। ৪৩ টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল, বাম ও বিজেপি প্রগতিশীল জোট।বিজেপির অভিযোগ তাদের ভোটারদের বাধা দান করা হচ্ছিল। তাদের কাগজ ছাড়িয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।পাশাপাশি অভিযোগ সেই কথা বলতে গেলে বচসা বাঁধে তৃনমূলের সাথে।এরপর তৃণমূল কর্মীরা এসে তাদের ওপর মারধর করে ও তাদের পোস্টার ছিঁড়ে দেয় বলে অভিযোগ, বাইরে থেকে লোক এনে এই ধরনের অশান্তি সৃষ্টি করছে তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপির। যদিও সমস্ত অভিযোগের অস্বীকার করেছে তৃণমূল, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ শুরু করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় কর্মী সমর্থকদের, ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *