বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম অ্যান্টেনা তৈরি করে নজির সৃষ্টি করলেন ডঃ শ্রীকান্ত পাল।

আবদুল হাই,বাঁকুড়াঃ বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম অ্যান্টেনা তৈরী করে সাড়া ফেললেন বাঁকুড়ার ডঃ শ্রীকান্ত পাল। বিজ্ঞানী ডঃ সুকান্ত পাল কর্মসূত্রে রাঁচির মেশরার বিড়লা ইনস্টিটিউ অব্ টেকনোলজির অধ্যাপক। তাঁর তৈরী বিশ্বের এই ক্ষুদ্রতম অ্যান্টেনা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নবদিগন্তের সূচণা করবে বলেই তিনি জানিয়েছেন।

    শুধু বিশ্বের ক্ষুদ্রতম তাই নয়, শ্রীকান্ত বাবুর তৈরী এই অ্যান্টেনা ১ দশমিক ৮ গিগাহার্জ থেকে ১৮ গিগাহার্জ কাজ করবে। একই সঙ্গে দু’টি মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপ, অন্যান্য ইলেকট্রনিক গ্যাজিটে এই অ্যান্টেনা ব্যবহার করে একশো মিটার এলাকার মধ্যে ইন্টারনেট সংযোগ ছাড়াই চোখের পলকে বড় আকারের ফাইল আদান প্রদান করতে পারবে।

       বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির বাড়িতে বসে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের ২৬ অক্টোবর আমি এর প্যাটেন্ট পাই। তারপর থেকে স্যামসাং, ইনফোসিস, নোকিয়ার মতো সংস্থা যেমন আমার যোগাযোগ করেছে তেমনি মুম্বাইয়ের একটি সংস্থা আমার নামে কোম্পানী খুলতে চায়। একই সঙ্গে সম্প্রতি ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড ‘মেক ইন ইণ্ডিয়া’ প্রকল্পে তাঁকে যুক্ত করতে চায় বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *