পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি।

আব্দুল হাই, বাঁকুড়াঃ গতকাল রাতের অন্ধকারে পরপর পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ধবনী গ্রামে। গ্রামের সরস্বতী, কালী,মনসা,দুর্গা ও হরি মন্দির পাঁচটি মন্দিরেরই কোনটির তালা ভেঙে বা কোনোটি খোলা পেয়ে দুঃসাহসিক ভাবে চুরি করা হয়। গ্রামবাসীরা জানাচ্ছেন মন্দিরের বিভিন্ন সোনার গহনা,বাসনপত্র চুরি গেছে এবং মন্দিরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। আজ ভোর ৫টায় খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকাজুড়ে।সকাল ৮টার সময় গ্রামবাসীরা তাদের গ্রামে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে,সন্দেহ বেশীকরে দানা বাঁধায় গ্রামবাসীরা পাকড়াও করে ওই ব্যক্তিকে। পরবর্তীতে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সে চুরির ঘটনা নিজের মুখে স্বীকার করে নেয় এবং এও জানায় তার সাথে আরও দুজন ছিল। তড়িঘড়ি স্থানীয় গঙ্গাজলঘাটি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পাকড়াও করে রাখা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করে।পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখছে স্থানীয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *