নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- আলিপুরদুয়ারে বিজেপির বালি নিয়ে আইন অমান্য আন্দোলন শনিবার ওই আন্দোলনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহার জেলার ১৩ জন বিজেপি বিধায়ক। এদিন আলিপুরদুয়ার পলাশবাড়ি থেকে বিজেপির মিছিল শুরু হয় পরবর্তীতে মিছিল গিয়ে পৌছায় আলিপুরদুয়ার শীল তোর্ষা নদীতে সেখানে নদী থেকে বেলচা দিয়ে বালু তুলে আইন অমান্য আন্দোলন করে বিজেপি ।
বিজেপি নেতৃত্ব জানান, নদীতে বালু তোলার জন্য হাজার হাজার শ্রমিক যুক্ত বর্তমানে তাদের কাজ বন্ধ। রাজ্য সরকারের নতুন নিয়মের জেরে শ্রমিকরা বেকার । নদীতে বালু তোলার জন্য বড় বড় কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে । এবং গোটা প্রক্রিয়া নবান্ন থেকে কণ্ট্রোল করা হচ্ছে বলে অভিযোগ।
Leave a Reply