গড়বেতা এক নম্বর ব্লকের একাধিক এলাকায় হাতির তাণ্ডব,ক্ষতিগ্রস্ত একাধিক জমির ফসল।

0
168

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের একাধিক এলাকায় ৭০ থেকে ৮০টি হাটি তাণ্ডব চালায়,এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় একাধিক জমির ফসল, চার নম্বর অঞ্চলের জবা,উপর জবা সহ ব্লকের একাধিক এলাকায় তাণ্ডব চালায় হাতির ওই বড় দলটি,আলুর পাশাপাশি বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয় হাতির তাণ্ডবে, ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা,তবে ওই বড় হাতির দলটি বর্তমানে পার্শ্ববর্তী বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে। এলাকার ক্ষতিগ্রস্ত চাষীদের বক্তব্য বহু টাকা খরচ করে বিঘার পর বিঘা আলু লাগানো হয়েছে, আর এক রাতেই ক্ষতি করেছে হাতির দল,এতে আমরা খুব চিন্তিত,ক্ষতিপূরণ না পেলে নানান সমস্যা হতে পারে চাষের ক্ষেত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here