রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে রানাঘাট ধানতলা থানায় এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

0
245

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-   জেলার বিভিন্ন প্রান্তের ব্লাড ব্যাংকগুলিতে ইতিমধ্যে দেখা দিয়েছে রক্তের সংকট, যার কারণে বেশিরভাগ রোগী পরিবার গুলিকে নাজেহাল হতে হচ্ছে। অনেকেই অর্থ দিয়ে পাচ্ছেন না রক্ত, আবার ব্লাড ব্যাংক গুলিতেও চলছে দালাল চক্র। তাই একটু হলেও রক্তের সংকট মেটাতে এবং রোগী পরিবার গুলিকে নাজেহাল মুক্ত করতে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে রানাঘাট ধানতলা থানায় এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির চলাকালীন স্বয়ং উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। যদিও পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এখন আগের তুলনায় ব্লাড ডোনেশন ক্যাম্প কম হওয়াতে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট। আগামী দিনে প্রত্যেকটি সংগঠন ক্লাব বারোয়ারি যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে এগিয়ে আসে তাহলে এই রক্তের সংকটের অনেকটাই ঘাটতি মিটবে। আমরা সাধারন মানুষের কাছে অনুরোধ করব, আপনারা রক্ত দিন এবং মুমূর্ষ রোগীর জীবন বাঁচান।