সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়ার শালতোড়া ব্লকের তিলুড়ী তে রয়েছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের আবাসন।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর অনগ্রসর, দুস্থ, স্কুল ছুট মেয়ে রা সেখানে থাকা খাওয়ার সুবিধা সহ তিলুড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়।
এবার সেই আবাসনের পাশেই তৈরি হচ্ছে জেলা সমগ্র শিক্ষা মিশনের ব্যবস্থাপনায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়ে দের জন্য কস্তুরবা গান্ধী আবাসন।
সোমবার সেই আবাসনের শেষ পর্যায়ের পরিদর্শনে আসেন বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর কাকলী রাহা এবং সমগ্র শিক্ষা মিশনের ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম নায়ক।
এই আবাসন তৈরি হলে এলাকার পিছিয়ে পড়া ,দুস্থ মেয়েদের অনেক উপকার হবে বলে স্থানীয় অভিভাবকদের মতামত।
Leave a Reply