নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেওয়ার জন্য শুরু করেছেন দিদির সুরক্ষা কবজ। তাই দিদির সুরক্ষা কবচ নিয়ে হবিবপুর বিধানসভার অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পীযূষ মণ্ডলের নেতৃত্বে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের পাশে দিদির সুরক্ষা কবজ নিয়ে এলাকাবাসীদের সাথে আলোচনা সভা করা হয়। এবং দিদির সুরক্ষা কবজে কি রয়েছে,সে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। এদিন এই সভায় দিদির সুরক্ষা কবজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আলোচনা করা হয়।সুরক্ষা কবজ নিয়ে বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি সরকার কি দিয়েছে আপনারা কতটা পেয়েছেন এছাড়াও বিজেপির এমএলএ এমপিরা একবারও কি এসেছে আপনাদের সাথে দেখা করতে আপনাদের অসুবিধা জানতে বিভিন্ন ভাবে কটাক্ষ করে বিজেপিকে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বাস্কে, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিরাজ মন্ডল, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর সাহা সহ অনন্যা নেতৃত্ব ও কর্মীরা।
বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের পাশে দিদির সুরক্ষা কবজ নিয়ে এলাকাবাসীদের সাথে আলোচনা সভা করা হয়।

Leave a Reply