মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস।

0
142

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৬ জানুয়ারি : ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস।
মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, বিএসএফ, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে।
শূন্যে গুলি ছোড়া ও কুচকাওয়াজ দেখতে মাঠে ভিড় জমান হাজার হাজার মানুষ। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা দেশ ভক্তি গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করে।
জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ এবং নৃত্য প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় বিভিন্ন স্থান অধিকারীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here