প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সাঁকরাইল ব্লক আইএসএফ কর্মীর ডাকে সাঁকরাইল চাঁপাতলা থেকে সাঁকরাইল থানা পর্যন্ত কালো ব্যাচ পড়ে মৌন মিছিল করলেন আইএসএপের কর্মীরা নওশাদ সিদ্দিকসহ কর্মীদের মুক্তির দাবিতে। মিছিলের পর কর্মীরা গণস্বাক্ষর নিয়ে থানায় ডেপুটেশন জমা দিলেন। অবিলম্বে ভাঙরের বিধায়ক তথা আইএসএফের চিপ নওশাদ সিদ্দিক সহ সকল কর্মীদের বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। সেই উপলক্ষে কর্মীদের নিয়ে মৌন মিছিল হলো সাঁকরাইলে। মিছিলে নেতৃত্ব ছিলেন সাঁকরাইল বিধানসভার কমিটির সভাপতি আই এস এফ এর নাজিম শেখ।
নওশাদ সিদ্দিকসহ আইএসএফ কর্মীদের মুক্তির দাবিতে মৌন মিছিল সাঁকরাইলে।

Leave a Reply