কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজবংশী যুবক কে গুলি করে খুন করেছে বিএসএফ। তারই প্রতিবাদে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়ি ঘেরাও করার কর্মসূচি নিয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এবিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বিজেপির দাবি, তৃণমূলের যদি দম বা সাহস থাকে তাহলে দিল্লির বাড়িতে গিয়ে ঘেরাও করুক। কারণ তিনি দিল্লিতে বেশির ভাগ সময় থাকেন। ভেটাগুড়ির বাড়িতে নিশীথ বাবু বেশি থাকেন না। সেখানে ঘেরাও করে কি হবে। দম থাকলে দিল্লির বাড়িতে গিয়ে ঘেরাও করুক তৃণমূল।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা মিনতি দাস ঈশোর জানান, তৃণমূলের দম থাকলে নিশীথের বাসভবনে গিয়ে ঘেরাও করুন। ভেটাগুড়ির বাড়িতে গিয়ে কি হবে। তিনি তো সেখানে থাকেন না। তাই সেখানে গিয়ে লাভ নেই তৃণমূলে দম বা সাহস থাকলে দিল্লিতে গিয়ে করার কথা বলুন। তাহলে বুঝবো তৃণমূলের দম আছে বা সাহস আছে।
Leave a Reply