বিজেপিতে যোগ দিলেন মন্ত্রী উদয়ন গুহের ভাগ্নি উজ্জ্বয়িনী রায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের কোচবিহারের বাড়িতে ‘ঘেরাও’ কর্মসূচি করেছে তৃণমূল। এই কর্মসূচিতে অন্যতম মুখ্য ভূমিকা নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই উদয়নের ভাগ্নি উজ্জ্বয়িনী রায় এ বার যোগ দিলেন বিজেপিতে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখে নিশীথের সহযোগিতায় বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের জন্য কাজ করতে চান

রবিবার সকালে তৃণমূল যখন নিশীথের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচি করছে, তখনই উদয়নের ভাগ্নি উজ্জ্বয়িনী যোগ দিলেন বিজেপিতে। আর বার বার জানিয়ে দিলেন, রাজনীতি তাঁর রক্তে থাকলেও নিশীথের সহযোগিতাতেই এই যোগদান। তাঁর কথায়, ‘‘মাননীয় সাংসদ নিশীথ প্রামাণিকের সহযোগিতায় বিজেপিতে যোগ দিলাম। নরেন্দ্র মোদীর আদর্শ পালন করে সবার সমর্থনে আমি এই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সকলে আমায় সহযোগিতা করবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *