কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের আরাধ্য হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণ করতে গিয়ে রঘুচাঁদ,গরুচাঁদ’ বলে ফেলেন। যা নিয়ে অসন্তুষ্ট হন মতুয়া শ্রেণির মানুষেরা। তার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে কোচবিহার শহরে মিছিল করলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এদিন কোচবিহার জেলা কমিটির উদ্যোগে ওই মিছিল রাসমেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার ওই মিছিল শেষ হয় রাস মেলার মাঠে। এদিন ওই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কোচবিহার জেলা কমিটির সভাপতি দিলীপ সরকার, সম্পাদক রতন সরকার, জেলা কোর কমিটির সভাপতি গণেশ সরকার সহ আরও অনেকে।
এদিন এবিষয়ে এক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জেলা কোর কমিটির সভাপতি গণেশ সরকার জানান,,,,,আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে মতুয়াদের আরাধ্য হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণ করতে গিয়ে রঘুচাঁদ,গরুচাঁদ’ বলে ফেলেন। যা নিয়ে অসন্তুষ্ট হন মতুয়া শ্রেণির মানুষেরা। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন প্রকাশ্যে ক্ষমা না চাইবেন ততদিন আমাদের এই আন্দোলন চলবে।
Leave a Reply