দলকে শক্তিশালী করতে ১০টি অঞ্চলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা করলো কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের ও সংগঠনের শক্তিশালী করতে দিনহাটা ১ নং ব্লক (এ) র ১০ টি অঞ্চলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা করলো কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার জেলা শ্রমিক সংগঠনের জেলা কার্যালয় থেকে ওই ১০ টি অঞ্চলের অঞ্চল সভাপতি নাম ঘোষনা করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি খোকন মিয়া, দিনহাটা ১ নং ব্লক (এ) সভাপতি নবী করীম মিয়া সহ আরও অনেকে।

জানা গেছে,আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবধারাকে স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে যোগ্য পদপ্রার্থীদের খুঁজে বের করে দিনহাটা ১ নং ব্লক (এ)র ১২ টি অঞ্চলের মধ্যে দশটি অঞ্চলের অঞ্চল সভাপতি নাম ঘোষনা করা হয়। বাকি ২ টি অঞ্চলের অঞ্চল সভাপতি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *