বর্ধমান শহরের বেসরকারি শিশু হাসপাতালে চিকিৎসার গাফিলতি, উত্তপ্ত হাসপাতাল চত্বর।

0
176

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের এক বেসরকারি শিশু হাসপাতালের চিকিৎসার গাফিলতি অভিযোগ তুললেন বিনীতা ঘোষ নামে এক শিশুর মা। সঠিকভাবে চিকিৎসা করতে পারেননি হাসপাতালে উপস্থিত ডাক্তাররা এমনটাই অভিযোগ করেছেন ওই শিশুর মা।এই বেসরকারি হসপিটালে চিকিৎসক ডঃ আশরাফুল মির্জা বলেন, বিনীতা ঘোষ তার বেবি ৭ই ফেব্রুয়ারি অত্যন্ত আশঙ্কা জনক অবস্থায় জন্মানোর পরে শিশুটি কাঁদতে পারিনি এবং প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় আমাদের এই হাসপাতালে। আমি শিশুটিকে পরীক্ষা করি এবং তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে শিশুটির মাকে আমরা জানাই। একটা লিখিত প্রতিলিপি তাকে দিয়ে সই করানো হয়। এই লিখিত প্রতিলিপিতে কি লেখা আছে আপনাদের আমি শোনাচ্ছি। অন্যদিকে শিশুটির মা বিনীতা ঘোষ বলেন, আজকের ২৩ দিন ধরে ভেন্টিলেশনে পড়ে রয়েছে আমার শিশুটি। আমার শিশুর ৯০% ডেট হয়ে গেছে এবং শ্বাস-প্রশ্বাসও পড়ছে না। আমি সাত দিনের মাথায় ওনাদেরকে বলেছিলাম আপনার যদি না পারেন তাহলে আমাকে রেফার করে দেন। এখন এই অবস্থায় উনারা নিয়ে যেতে বলছেন এবং আমি এই অবস্থায় শিশুটিকে কোথায় নিয়ে যাব। আমরা চাইছি উনি শিশুটিকে খানিকটা সুস্থ করে দিক তারপর আমরা শিশুটিকে অন্য জায়গায় নিয়ে যাব। এই অবস্থায় আমরা শিশু থেকে নিয়ে যেতে পারবো না।