জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর ছত্রছায়ায় এবার এলো সেকেন্ড এ এন এম রা । এদিন বাবুপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে ফেডারেশন এর জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায় 2nd anm দের নিয়ে বৈঠকে বসেন l বৈঠকে সদস্য পদ গ্রহন ছাড়াও তাদের বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় l এই anm কর্মীরা স্বাস্থ্য দপ্তরের অধীনে ভ্যাকসিনেশন ছাড়াও বিভিন্ন প্রকার হেল্থ সম্পর্কিত কাজে নিযুক্ত রয়েছেন l এবার তাদের সংগঠিত করতে উদ্যোগ নেওয়া হল বলে জানিয়েছেন সঞ্জয় বাবু l ভ্যাকসিনেশন ও বিভিন্ন কাজে যাতে তারা কোনো সমস্যায় না পরে সে জন্য সংগঠন সবরকম ভাবে পাশে থাকবে l ফেডারেশন এর ছাতার তলায় এসে নিজেদের অনেকটাই সুরক্ষিত মনে হচ্ছে বলে 2nd anm রা জানিয়েছেন l
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর ছত্রছায়ায় এবার এলো সেকেন্ড এ এন এম রা l

Leave a Reply