নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিনা মেঘে বজ্রপাতের মতন, হঠাৎই ঝড় নেই জল নেই মাথার উপর ভেঙে পড়ল প্রকাণ্ড এক গাছের ডাল আর তাতেই মৃত্যু হল এক পথচারীর।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে আজ নদীয়ার ফুলিয়া হোস্টেল মোড়ে। আজ দুপুর দুটো নাগাদ হঠাৎই রাস্তার উপর ভেঙে পড়ে সরকারি গাছ। ফুলিয়া তাহেরপুর রোড হোস্টেল মোরে পথ চলতি মানুষের উপর ভেঙে পড়ায় মৃত্যু হল এক ব্যক্তি। জানা যায় ওই ব্যক্তির নাম বাবু বড়াল বয়স আনুমানিক ৫৮ বছর। বাড়ি ফুলিয়া সবুজ পল্লী। এই ঘটনা ঘটার পর পরই উদ্ধার করে ফুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে। রানাঘাট মহকুমা হাসপাতাল থেকে পরিবারের লোকজন নিয়ে যায় একটি বেসরকারি নার্সিংহোমে এরপর এই মৃত্যু ঘটে ওই ব্যক্তি। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পথ চলতি থেকে স্থানীয় মানুষ প্রত্যেকেই চাইছেন রাস্তার উপরে থাকা গাছগুলো অবিলম্বে কাটুক সরকার।
পথের পাশে থাকা সুবিশাল সরকারি গাছের ডাল ভেঙে মাথায় পড়ায়, মৃত্যু এক বৃদ্ধের।

Leave a Reply