পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ সকাল ৮ টা ৪৫ নাগাদ আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ের ল্যাংচা কুটি নামক একটি দোকানে প্রাতরাশ সারলেন অনুব্রত মণ্ডল। যদিও কথা বলতে চাননি কারোর সাথে অনুব্রত মণ্ডল। তাকে দেখে বেশ মনে হচ্ছিল ক্লান্ত তিনি এবং মনমড়া অবস্থায়। আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে আজ তার কনভয় এই শক্তিগড়ের ল্যাংচা কুটি নামক দোকানে। যদিও মনে করা হচ্ছে কলকাতা থেকে আজই তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। দোকানের এক সদস্য আমরুল হক বলেন, অনুব্রত মণ্ডল প্রায়শই আমাদের দোকানে আসতেন আগে যখন তিনি আসতেন তখন খেতেন ঝাল মুড়ি এবং লালচা। যদিও আজকে তিনি খেয়েছেন চারটে ডাল পুরি, সবজি, একটা রসগোল্লা এবং একটা স্পেশাল ল্যাংচা। কথা বলেন তিনি আমাদের সাথে যদিও আজকে ছিলেন খুব চুপচাপ। তিনি আমাদের বলেন আজকে তিনি কি খাবেন।যদিও আজকে তিনি ঝালমুড়ি বা লিকার চা কোনটাই খাননি।
আসানসোল জেল থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে অনুব্রত মণ্ডল।

Leave a Reply