রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি কোচবিহারে।


কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই শুরু হচ্ছে ২০২৩-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারেই প্রথমবার একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে পরীক্ষা দেবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। নতুন এই ব্যবস্থায় উত্তরপত্র আগে থেকেই ছাপানো থাকছে। কোচবিহারে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী সংখ্যা ৩১৯৮৩ জন। যার মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ১৩৬৪৩ জন,ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৮৩৪০ জন। ছাত্র পরীক্ষার্থীর থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় চার হাজারের বেশি।

জানা গেছে, করোনার সময় যেমন হোম সেন্টারে পরীক্ষা ছিল। এবার হোম সেন্টারে আর পরীক্ষা হচ্ছে না। তবে এবার নিরাপত্তার দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। জেলার ভেনু, সেন্টার সবখানেই ১৪৪ ধারা জারি রয়েছে। অতি সতর্ক ভেনুগুলিতে ডিজিটাল নজরদারির ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *