রেল স্টেশনে আরপিএফ কর্মীরা এক যাত্রীকে মারধর করার অভিযোগে লাইনের ফিসপ্লেটের নাট খুলে দেওয়ার ঘটনায় শোরগোল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালেই পূর্ব মেদিনীপুর জেলার দীঘা তমলুক রেলপথে বেশ কয়েকটা ফিসপ্লেটের নাট খুলে রেখে দেওয়া হল রেললাইনের পাশে। ঘটনাটি ঘটেছে দীঘা দেবেন দুলাল জগবন্ধু হাইস্কুলের থেকে কিছুটা দূরে টি ডি ৮৭ বাই নাইন টি ডি ডি৮৭/১০ এই জায়গায় বেশ কয়েকটি নাটকে খুলে দেয়া হয়, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সকালবেলা কয়েকজন মানুষ দেখতে পান এক ব্যক্তি এগুলোকে খুলছেন তখনই তারা ধরে ফেলেন তারপরে ওই ব্যক্তি পালিয়ে যায় স্থানীয় মানুষের কথায় ওই ব্যক্তি নাকি যখন রেল স্টেশনে ঢুকেছিলেন তখন আরপিএফ নাকি তাকে মারধর করেছিল সেই ঘটনায় সেই এই জিনিসগুলো ঘটিয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে এর উপর দিয়ে লোকাল ট্রেন গেছে বাকি ট্রেনগুলো কয়েক ঘন্টার মধ্যেই ঢুকবে, স্থানীয় মানুষেরা রেল দপ্তরকে খবর দিয়েছেন বলে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রেলকর্মীরা, পাশাপাশি ওই অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে আরপিএফ, এমনটাই জানা গিয়েছে আরপিএফ সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *