কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ভোট আসে ভোট যায়। ভোটের সময় নানা প্রতিশ্রুতি দেয় নেতারা। ভোট মিটিয়ে গেলে কেউ কথা রাখে না। কোচবিহারে পৌরসভার ৮ নং ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় নোংরা আবর্জনার ভর্তি। সংস্কার হয়নি ড্রেন গুলো। সেই ড্রেনের মধ্যে পড়ে রয়েছে যত্রতত্র নোংরা। সামান্য বৃষ্টি হলে ড্রেনের জল বাড়ির ভিতরে প্রবেশ করে বলে অভিযোগ। যা নিয়ে বারবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে জানালেও কোন সমস্যা সমাধান হয়নি।
স্থানীয়দের অভিযোগ,আমাদের ওয়ার্ডের কাউন্সিলর তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নিজেই। আমাদের এলাকার বিভিন্ন এলাকায় ড্রেন গুলো খুব নোংরা। যেখানে সেখানে নোংরা পরে থাকে। সেগুলো সংস্কার করার কথা বারবার জানানো হলেও তিনি কোন উদ্যোগ নেন নি। সামান্য বৃষ্টি হলে ড্রেনের জল বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আমরা সমস্যায় আছি। এখন রমজান মাস যত্রতত্র নোংরা পরে রয়েছে। সেই নোংরা উপর দিয়ে যাওয়া আসা করতে অসুবিধা হয়। নোংরা উপর দিয়ে এসে নামাজ পড়তে যেতে হয়। তাই আমরা দ্রুত এগুলো সংস্কারের দাবি জানাই।
Leave a Reply