কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে সারা দেশের সাথে সাথে কোচবিহারে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস। এদিন কোচবিহার হাসপাতাল মোড়ে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ দেখান তারা। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবিন রায়, পার্থ প্রতিম ঈশোর সহ আরও অনেকে।
জানা গেছে,বিজেপি বিধায়কের করা মানহানির ফৌজদারি মামলাতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাটের আদালত। যদিও সঙ্গে সঙ্গে জামিনও পেয়ে গিয়েছেন তিনি। তারপরে সেভাবে অত্যন্ত দ্রুততার সঙ্গে কৌশলে রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ করা হয়েছে তা দেশের গণতন্ত্রের পক্ষে লজ্জার।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি রবিন রায় জানান,আম্বানি আদানিরা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। সেই বিষয় নিয়ে যখন রাহুল গান্ধী মোদিকে প্রশ্ন করে তখন তিনি তাদের নেতাদের দিয়ে মামলা করায়। সেই মামলায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেয়। তার বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।
Leave a Reply