নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রমজানে হাসি ফুটেছে ফল ব্যবসায়ীদের মুখে। ব্যবসা ভালো চলায় খুশি তাঁরা। চলছে পবিত্র রমজান মাস। এই মাসে মুসলিমরা সারাদিন না খেয়ে রোজা পালন করেন। সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ইফতারে ফলমূল খেয়েই রোজা শেষ হয়।এই সময়ে ফলমূলের চাহিদা থাকে অনেক বেশি। আর এতেই বিক্রি ভালো হওয়ার আশায় ফালাকাটার ফল ব্যবসায়ীরা। ফালাকাটা ব্লকের ফালাকাটা শহরের বাজার সহ সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন এলাকার বাজারে গেলেই চোখে পড়বে বহু ফলের দোকান। চাহিদা থাকায় ফলের দামও কিছুটা বেড়েছে। ফালাকাটা বাজারের এক ফল ব্যাবসায়ী বলেন, রমজানের এক মাস ভালোই ব্যবসা হয়। বিক্রি ভালো হয়। তাই ফলের দামও একটু বেশি থাকে। বর্তমানে আঙ্গুর, আপেল, কলা, বিশেষ করে খেজুর ইত্যাদি ফলের চাহিদা রয়েছে খুব বেশি।
রমজানে হাসি ফুটেছে ফল ব্যবসায়ীদের মুখে।

Leave a Reply