দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্য জুড়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রায ১৩৭টি রাস্তা তৈরি হচ্ছে। সেই প্রকল্পের প্রচার কর্মসূতির অংশ হিসেবে মঙ্গলবার একটি ডাবলু উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিনের এই কর্মসূচিতে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার ও আবুল কালাম আজাদ ইসলাম পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল।
দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রায় ১৩৭টি রাস্তা তৈরি হচ্ছে।

Leave a Reply